জাতীয় ২৭ ডিসেম্বর, ২০২২ ০৯:২১

৭০ কেন্দ্রের ফলাফল: হাতপাখার থেকে পিছিয়ে নৌকা

রংপুর প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে। এ পর্যন্ত ২২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টির ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

৭০টি কেন্দ্রের ফলে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৪০ হাজার ৮১৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরুজ্জামান পিয়াল (হাত পাখা প্রতীক) পেয়েছেন ১৫ হাজার ২৩৩ ভোট। আর আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৬ হাজার ৮৭২ ভোট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে চারটায় শেষ হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পরও অনেক কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এরই মধ্যে জেলা শিল্পকলা একাডেমিতে ভোটের ফল ঘোষণা শুরু হয়। সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।

স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপির প্রার্থী ছাড়াই মেয়র পদে ৯ জন লড়াই করছেন। আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম (গোলাপফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), স্বতন্ত্র মেহেদী হাসান (হাতি) ও মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি লতিফুর রহমান মিলন (হরিণ) প্রতীক নিয়ে লড়ছেন।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থীসহ মোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আমাদেরকাগজ/এইচএম