জাতীয় ১২ জানুয়ারি, ২০২৩ ১০:১৬

বিদ্যুতের দাম বৃদ্ধি, যা বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী আদেশের মাধ্যমে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। ফলে এখন থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে ১৯ পয়সা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বার্তা সংস্থা বাসসকে বলেন, সরকার খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়িয়েছে। নতুন বিদ্যুতের শুল্ক চলতি মাস থেকে কার্যকর হবে এবং যারা পোস্ট-পেইড মিটার ব্যবহার করছেন তাদের ফেব্রুয়ারি থেকে এই মূল্য পরিশোধ করতে হবে। এই মাস থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের নতুন মূল্য দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। এই মূল্য নির্বাহী আদেশ দ্বারা কার্যকর হবে. গ্রাহকদের এখন প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের দাম জানানো হবে সমন্বিত দাম বাড়ছে নাকি কমছে। ভোক্তা পর্যায়ে নতুন দামে বিদ্যুৎ কিনতে হবে।

আজ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ (২০০৩ সনের ১৩ নম্বর আইন)-এর ধারা ৩৪-ক’তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে, জনস্বার্থে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড কর্তৃক সরবরাকৃত বিদ্যুতের খুচরা মূল্যহার এবং বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য চার্জ/ফি নিম্নটেবিল বর্ণিত হারে, নিম্ন শর্তাবলি সাপেক্ষ পুনঃনির্ধারণ করা হলো।

আমাদেরকাগজ/এইচএম