নিজস্ব প্রতিবেদক: ডিআইজি পদমর্যাদার চার পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন পুলিশ সদর দফতরের ডিআইজি জামিল আহমেদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দফতরের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপিতে চার কর্মকর্তার পদোন্নতির এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আমাদেরকাগজ/এইচএম





















