জাতীয় ২৫ জুলাই, ২০১৯ ১১:১৬

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা নদীর পানি, ২য় দফা বন্যা আতংক

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা নদীর পানি, ২য় দফা বন্যা আতংক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার ফলে জেলাজুড়ে দেখা দিয়েছে ২য় দফার বন্যা আতংক।


গত ১২ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সে. মি. বেড়ে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ৩ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পয়েন্টে যমুনার পানি কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।  

এদিকে যমুনা নদীর পানি হঠাৎ করে বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বানভাসি মানুষগুলোর মধ্যে দ্বিতীয় দফা বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। চরম দুর্ভোগের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মানুষরা। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর 
রক্ষা বাধ পয়েন্ট এলাকায় বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।  হঠাৎই আবার পানি বাড়তে শুরু করেছে