জাতীয় ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:২৩

ডোবায় পাওয়া কুচি কুচি টাকা বাংলাদেশ ব্যাংকের!

ডেস্ক রিপোর্ট।।

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার সড়ক ও সড়কের পাশের ডোবায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পাওয়া বিপুল পরিমাণ কুচি কুচি টাকা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দেয়। তবে এসবের ইতি টেনে বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয় জানিয়েছে, এগুলো প্রকৃত অর্থে তাদের বাতিল ও অচল টাকা।

বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বাতিল নোট পুড়িয়ে ধ্বংস করা হয়। এর ওপরের, অর্থাৎ ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট কুচি কুচি করে কেটে ফেলে দেওয়ার নিয়ম। জালশুকা এলাকায় পাওয়া টাকার কুচি বাংলাদেশ ব্যাংকের অচল ও বাতিল হিসেবে ফেলে দেওয়া টাকা।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, বগুড়া কার্যালয়ে কুচি করা টাকার ১ হাজার ৮০০ বস্তা জমা হয়েছিল। গত ২২ আগস্ট সেখান থেকে ২৪০ বস্তা ফেলে দেওয়ার জন্য পৌরসভার মেয়রকে চিঠি দেওয়া হয়। পরে পৌরসভা ট্রাকে সেগুলো সেখানে নিয়ে ফেলে। পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে টাকা পোড়ানো হয় না। এগুলো কোথাও ফেলে দেওয়াই নিয়ম।

এছাড়াও গত ৩০ মে, সকল সংবাদ মাধ্যমের বার্তা সম্পাদককে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কমিউনিকেশন্স ও পাবলিকেশন্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জী. এম. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি প্রেস রিলিজের মাধ্যমে অপ্রচলনযোগ্য ও বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা (শ্রেডেড ও পাঞ্চড) আবর্জনা হিসেবে স্থানীয় সিটি কর্পোরেশনের মাধ্যমে অপসারন প্রসঙ্গে  সংবাদ মাধ্যমকে অবহিত করা হয়।