নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে বের হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ।
এর আগে রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আজ দুপুরে জামিন পান সাংবাদিক শামসুজ্জামান। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শামসুজ্জামানের জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২০ হাজার টাকা মুচলেকায় শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেন।
আমাদেরকাগজ/এইচএম



















