জাতীয় ১০ এপ্রিল, ২০২৩ ০৪:০৭

ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি

আমাদের কাগজ রিপোর্ট: ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি বা দেয়ালচিত্র আঁকার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

সোমবার (১০ এপ্রিল) মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আয়োজকরা জানান, রাজধানীর মগবাজার থেকে সাতরাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রঙ করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন শিক্ষণীয় বিষয়।

ইতোমধ্যে দৃষ্টিনন্দনের কাজ করা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতিতে রয়েছে- পিলারের একপাশে এক কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না ও পোস্টার না লাগাই। আর দুটি পিলের একটিতে ফুল, পাখি, সূর্য ও আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

মাত্র কাজ শুরু হলেও পিলারগুলো যে সৌন্দর্য ছড়াচ্ছে তাতে আকৃষ্ট হচ্ছেন পথচারীরা। অনেকেই মোবাইলের ক্যামেরায় বন্দী করছেন গ্রাফিতির সেই দৃশ্য।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সিটি করপোরেশন থেকে পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে শিক্ষণীয় ম্যাসেজ দেওয়া হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম উপস্থিত ছিলেন।

 

 

 

আমাদের কাগজ/টিআর