ডেস্ক রিপোর্ট ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্কে স্থানীয় সময় রোববার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ মিশনে যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, ‘জাতিসংঘ মহাসচিবের দেওয়া মধ্যাহ্নভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে একটি চিঠি দিয়েছি। জাতির জনকের যে খুনিরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, সরকার তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। মূলত এ বিষয়ে তাকে (ট্রাম্প) চিঠি দিয়েছি। মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্র সব সময় খুবই সোচ্চার। তাহলে কী করে এই দেশে (যুক্তরাষ্ট্র) জাতির পিতা, নারী ও শিশু হত্যাকারীরা থাকতে পারে?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলমান দুর্নীতি বিরোধী অভিযানে অনেকেই অখুশি, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনও অপরাধীই ছাড় পাবে না।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানে অনেকেই অখুশি। কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনও অপরাধীই ছাড় পাবে না। দলীয় লোক হলেও ছাড় পাবে না।
তিনি বলেন, দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সেকারণেই দুর্নীতি বিরোধী অভিযান চালানো হচ্ছে। আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি। এছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতি বিরোধী অভিযানের লক্ষ্য।






















