নিজস্ব প্রতিবেদক: দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২২ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আমাদেরকাগজ/এইচএম