জাতীয় ১০ জুলাই, ২০২৩ ০৫:৪২

পুলিশের সঙ্গে ইইউর পর্যবেক্ষক দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ পুলিশের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১০ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তরে দলটির সদস্যরা আসেন। পরে তারা বৈঠক শেষে বিকেল ৩টা ৫১ মিনিটে পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে যান।

বৈঠকের বিষয়ে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে দেখা করেন ইইউর প্রতিনিধি দল। তবে পুলিশের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের সঙ্গে কি বিষয় আলোচনা হয়েছে তা জানাতে পারেনি সূত্রটি।

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মনজুর রহমান বলেন, প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তারা যে আসা যাওয়া করবে এই সংক্রান্ত তাদের নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে।

নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, না এ বিষয়ে কোনো কথা হয়নি। তাদের নিরাপত্তার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম