জাতীয় ৫ অক্টোবর, ২০১৯ ০৩:৪৫

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি শীর্ষ বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট।। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন আজ। নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউজে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠকে তিস্তা, এনআরসি ও রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে।

বিকেলে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এরপর ঠাকুর শান্তি পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া আজ সকালে, শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের।

এদিকে, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লীতে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী হেং সুয়ি কিট। এ সময় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা চান শেখ হাসিনা।  

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভারতীয় চ্যাপ্টার ইন্ডিয়ান ইকোনমিক সামিটে অংশ নিতে চার দিনের সফরে বর্তমানে ভারতের নয়াদিল্লীতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর।