জাতীয় ১৪ আগস্ট, ২০২৩ ০৮:৩৫

যুক্তরাষ্ট্র নিরপেক্ষ, কারো শত্রু নয়: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ, কারো শত্রু নয়।’

সোমবার বিকেলে জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মওলার গুলশানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে পিটার হাস এ কথা বলেন।

মাশরুর মওলা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বেলা ৩টা থেকে এক ঘণ্টার মতো আলোচনা হয়েছে। এ সময় দেশের চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন সম্পর্কে জাপার অভিমত জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। এর জবাবে জাপা চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সংকট কাটাতে এবং সহিংসতামুক্ত নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে, বাংলাদেশে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। মাশরুর মওলা জানান, জাপা চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে পিটার হাস অংশগ্রহণমূলক নির্বাচনের ওপরও জোর দেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। তারা কারও শত্রুও নয়।

মাশরুর মওলার ভাষ্য অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন, জাপা আগামী জাতীয় নির্বাচন নিয়ে কী ভাবছে। তার প্রশ্ন ছিল, জাপা নির্বাচনে এককভাবে অংশ নেবে নাকি অন্য কোনো দলের সঙ্গে জোট করবে।

এসব প্রশ্নে জাপার কী জবাব ছিল জানতে চাইলে মাশরুর মওলা বলেছেন, জি এম কাদের জানিয়েছেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। জোট হবে কী না, হলে কোন দলের সঙ্গে হবে, তা এখনও স্থির হয়নি। এখন পর্যন্ত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। 


আমাদেরকাগজ/এইচএম