জাতীয় ১ আগস্ট, ২০১৯ ০২:৫১

সারা দেশের হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার

ডেস্ক রিপোর্ট।।

বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ নেত্রকোনায় ৪ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়ার মধ্যে দিয়ে দেশের সব জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেলো। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে।

তবে, এ সংখ্যা কেবলই স্বাস্থ্য অধিদফতরের অধিভুক্ত থাকা ১৩টি সরকারি-স্বায়ত্তশাষিত, ৩৬টি বেসরকারি ও ঢাকার বাইরের বিভাগ থেকে বিভাগীয় হাসপাতালগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোগীর সংখ্যা। তালিকার বাইরে থাকা আরও হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এ সংখ্যা এরচেয়ে কয়েকগুণ বেশি হতে পারে, যা সেপ্টেম্বরের দিকে আরো বাড়বে।

সরকারি হিসাব মতে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গিয়েছেন ১৪ জন। হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি আছে পাঁচ হাজার ৫৩৮ জন, ছাড়পত্র নিয়েছেন ১৩ হাজার ৬৬১ জন।

ঢাকা শহর বাদে ঢাকাসহ ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৬২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি রয়েছেন ২৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ২৮৩ জন, রাজশাহী বিভাগে ২১৪ জন, রংপুর বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৫১ জন এবং সিলেট বিভাগে ভর্তি আছেন ৮৯ জন।