জাতীয় ৫ অক্টোবর, ২০২৩ ১০:৫০

বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব: প্রধানমন্ত্রী

​​​​​নিজস্ব রিপোর্টার: 'বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকব' বলে হুঁশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইলেকশনের পর,  যদি আসতে পারি, তাহলে আবার চালু করব। দেখি কে সাহস পায় ক্ষমতা নিতে। আজ (শুক্রবার) গণভবনে আয়োজিত রিজার্ভ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, সব গুছিয়ে দেওয়ার পরেও ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথ, পাকা পাকা কথা যদি শুনতে হয়। তাহলে আমি তা শুনতে রাজি নই বলে জানান তিনি। 

তিনি বলেন, রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে। যখন সরকার গঠন করেছিলাম। তখন যত ছিল,ওইখানে এনে রেখে আবার ইলেকশন করব।  

বিদ্যুৎ ব্যবহার করছে সবাই কিন্তু ভর্তুকীর বেলায় শুধু অর্থশালী- বড়লোকেরা উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে একটা স্লট ঠিক করবো এখন যে কত পর্যন্ত সাধারণ মানুষ ব্যবহার করে, তাদের জন্য এক দাম আর যারা বেশি ব্যাবহার করে তাদের জন্য আরেক দাম। সরকার প্রধান বলেন, ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি। ওইভাবে কয়েকটা স্লট আমরা করে দেব। যে বেশি ব্যাবহার করবে তাকে বেশি দামে কিনতে হবে। 

তবে রিজার্ভ কমে যাওয়ার বিষয়ে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রী বলেন ,করোনোর সময় আমাদের আমদানি ও রপ্তানি বন্ধ ছিল। যোগাযোগ বন্ধ ছিল। যাতায়াত বন্ধ ছিল। কিছু বন্ধ ছিল যার জন্য রিজার্ভ বেড়ে গিয়েছিল। এখন আবার অর্থনীতি খুলেছে। সকল জিনিসের আমদানি বেড়েছে। স্বাভাবিকভাবেই আমাদের রিজার্ভ কমবে। এটা খুবই সাধারণ ব্যাপার।

আমাদেরকাগজ(এমটি)