নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শুক্রবার দিবাগত রাত (২৩ মার্চ) সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় এখন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৭টি ইউনিট যোগ দেয়।





















