নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে তাদের মধ্যে এই বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাদের দ্বিপাক্ষিক বৈঠকের আগে একটি মুহূর্ত শেয়ার করেছেন।