জাতীয় ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৫৭

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

পায়ে হেঁটে ও পিকআপে করে যাচ্ছেন মুসল্লিরা—লক্ষ্য তুরাগ তীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল, পায়ে হেঁটেই চলেছেন মাইলের পর পর মাইল। লক্ষ্য লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পাতা। কোথা থেকে শুরু হয়েছে এই ধর্মপ্রাণ মুসল্লিদের লাইন আর কোথায় গিয়ে তা ঠেকেছে তা ভুলে গেছেন খোদাপ্রেমী এসব মানুষেরা। দল বেধে আসছেন তারা, কেউ এসেছেন হাঁটা পথে, কেউবা পিকআপ, রাইড শেয়ারিং মোটরসাইকেল করে। তাদের নিশানা যেন টাঙানো আছে রাজধানীর উপকন্ঠে তুরাগ তীরে। সেই নিশানাকে লক্ষ্য ধরেই এগিয়ে চলছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

যদিও ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে রাজধানী ঢাকা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে। তবুও ইজতেমা উপলক্ষ্যে সড়কে গণপরিবহন বন্ধ থাকায় হেঁটেই তুরাগ তীরের দিকে যাচ্ছেন মুসল্লিরা। আবার মাঝে মাঝে এখান ওখান থেকে পিকআপ এসে উপস্থিত হয়ে ৫০/১০০ টাকার বিনিময়ে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসছেন মুসল্লিদের।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে প্রথমে বাসযোগে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এসেছেন মুসল্লি তৌহিদুল ইসলাম। পড়ে সেখান থেকে বাস বন্ধ থাকায় হেঁটেই তুরাগ তীরের দিকে এগিয়ে যাচ্ছেন। 

তিনি বলেন, কুড়িল বিশ্বরোড পর্যন্ত আসার পর সেখান থেকে বাস বন্ধ, তাই হেঁটেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেখানে গিয়ে মোনাজাত শুরু হবে সেখানে দাঁড়িয়েই মোনাজাতে অংশ নেব। আমার মত হাজার হাজার মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে এগিয়ে চলেছে। 

রাজধানীর খিলক্ষেত মোড়ে পিকআপ হাক ডাক দিয়ে মুসল্লিদের তুলছিলেন পিকআপের সহযোগী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, মালামাল বহন করার পিক আপ আমাদের। এখন যেহেতু রাস্তায় বাস বন্ধ তাই মুসল্লিদের ইজতেমার দিক পর্যন্ত পৌঁছে দিতে আমরা যাত্রী নিয়ে যাচ্ছি। দূরত্ব বুঝে যতটুকু যাওয়া যায় সে অনুযায়ী ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। 

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।