জাতীয় ২৬ অক্টোবর, ২০১৯ ১২:৩২

'পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি'

ডেস্ক রিপোর্ট।। 

'পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি' এই স্লোগানে সারা দেশে পালিত হচ্ছে, কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর রাজারবাগে ডিএমপি সদরদপ্তরে এর উদ্বোধন হয়। ডিএমপি কমিশনারের নেতৃত্বে শুরু হয় র‍্যালি।

র‍্যালিতে যোগ দেন ব্যবসায়ী, অভিনয় শিল্পী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন সড়ক ঘুরে রাজারবাগে ফিরে আসে র‍্যালিটি। পরে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় ডিএমপির বিভিন্ন থানার কমিউনিটি নেতা ও পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে সাভারে র‍্যালি বের করেন, কমিউনিটি পুলিশসহ স্থানীয়রা। পরে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আলোচনা সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডা. এনামুর রহমান, বিজিএমইএর সভাপতি রুবানা হকসহ অন্যরা।

রাজশাহী মহানগরে র‍্যালী বের করে পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠন। একই কর্মসূচি পালিত হচ্ছে, বরিশাল, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইলসহ সারা দেশে।