ডেস্ক রিপোর্ট।।
কিশোর আলোর অনুষ্ঠানে বৈদ্যূতিক দূর্ঘটনায় প্রাণ হারানো নাঈমুল আবরারকে তার গ্রামের বাড়ি নোয়াখালীতে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে এলাকায়। স্বজনদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ও অনুষ্ঠান আয়োজকদের অবহেলার কারণেই মারা গেছে আবরার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন তারা।
ছোটবেলা থেকে প্রতিটি ক্লাসে মেধার স্বাক্ষর রেখে আসছিলেন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল আবরার। সেই সন্তানের নিথর দেহ বাকরুদ্ধ করে দিয়েছে স্বজনদের।
নাঈমুল আবরারের লাশ শনিবার (২ নভেম্বর) ভোরে পৌঁছায় তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুরে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো এলাকায়।
আবরারের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষ ও অনুষ্ঠান আয়োজকদের উদাসীনতাকে দায়ী করছেন স্বজনরা।
বাড়ির পাশের বায়তুল আমান জামে মসজিদ মাঠে জানাজা শেষে, পারিবারিক গোরস্থানে দাফন করা হয় আবরারকে।






















