ডেস্ক রিপোর্ট।।
সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের পর শুরু হয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই জামাতের আয়োজন করেছে। এখানে প্রায় ১ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। অন্যান্যবারের মত এবারও জাতীয় ঈদগাহে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।





















