ডেস্ক রিপোর্ট ।।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় আগোরা সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ফার্মগেট ইন্দিরা রোডের আগোরা শাখায় অভিযান করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
এ সময় তিনি জানান, রাজধানীর বাজারে কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদফতর। রাজধানীতে দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮০ টাকা। কিন্তু আগোরা দেশি পেঁয়াজ বিক্রি করছে ১৮২ টাকায়। অর্থাৎ দুই টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে, যা ভোক্তা আইন পরিপন্থী। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আব্দুল জব্বার মণ্ডল।





















