ডেস্ক রিপোর্ট ।।
ডেঙ্গু জ্বরের প্রকোপ সারাদেশে ছড়িয়ে পরেছে অনেক আগেই। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দুই কলেজ ছাত্রসহ আরও চারজন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী, ফরিদপুর মেডিকেলে এক কলেজ ছাত্রসহ দুইজন এবং সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে একজন কলেজছাত্রের মৃত্যু হয়।
গত জুনে ঢাকায় ডেঙ্গু দেখা দেওয়ার পর ক্রমশ এই রোগের বিস্তার ঘটে তা সারা দেশে ছড়িয়েছে। সরকারি হিসাবে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর কথা জানালেও বেসরকারি হিসেবে অন্তত ১৪০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন-
ডেঙ্গু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মারা গেছেন মনোয়ারা বেগম নামে কিশোরগঞ্জের এক নারী।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন মাগুরা সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সুমন মোল্লা (১৭)। সুমন মাগুরার শত্রুজিৎপুর কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। অপরজন রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ইউনুস শেখ (৫৫)।
সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত মেহেদী হাসান তালুকদার (১৮) শনিবার রাত সোয়া ১০টার দিকে মারা গেছেন।



















