জাতীয় ৫ অক্টোবর, ২০২০ ০৬:৪৫

নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় শাহাবাগে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে চলছে বিক্ষোভ। রাস্তা অবরোধ করে চলছে আন্দোলন। বেলা ১১টায় সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পর তরুণ-তরুণীরা মোড়ের একাংশ অবরোধ করেন ।

ছাত্র অধিকার পরিষদ নেতা শহীদুল হক বলেন, ‘প্রতিবারই আমরা বিচারের দাবিতে রাস্তায় নামি, তারপর টনক নড়ে। এবার নোয়াখালীর নারী ধর্ষণচেষ্টার ঘটনা ৩২ দিন আগের। এতদিন কিছুই হয়নি জড়িতদের। যখন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসে, প্রতিবাদ শুরু হলো তখন টনক নড়ল। ধর্ষক গ্রেফতার হলো। এই গ্রেফতারদের ছবি কাদের সাথে দেখা যায়, সরকারদলীয় লোকজন, স্থানীয় এমপির সাথে। আমরা মানবিক রাষ্ট্র চাই। মা-বোনের সম্ভ্রম রক্ষায় মানবিক পুলিশ চাই।’

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান বলেন, ‘ধর্ষণের প্রোগ্রামে হামলা এর চেয়ে বড় দুঃখজনক আর হতে পারে না। আমরা ধর্ষণের প্রতিবাদ করি আর আমাদের বিভিন্ন মামলা-হামলার হুমকি দেয়। আজ নারায়ণগঞ্জে আমাদের প্রতিবাদ সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে। যার জন্য সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে কোনো ধর্ষকের বিচরণ নেই।’

সম্প্রতি বেশ কিছু ধর্ষণ নির্যাতনের ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের রেশ না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় রোববার। ঘটনার ৩২ দিন পর গতকাল রাত ১টায় নয়জনকে আসামি করে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। এদের মধ্যে প্রধান আসামি বাদলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।