রাজনীতি ২৫ অক্টোবর, ২০২০ ১১:৪৭

অপশক্তির কাছে মাথা নত নয়: নিক্সন

মুজিবর রহমান চৌধুরী নিক্সন

মুজিবর রহমান চৌধুরী নিক্সন

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেন, কোন অপশক্তির কাছে মাথা নত করবেন না। অনিয়ম ও দুর্নীতিবাজরা যত ক্ষমতাধরই হোক না কেন জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

আজ রোববার দুপুরে অনুষ্ঠিত উপজেলায় প্রশাসনের মাসিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। দুর্নীতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।দুর্নীতিবাজরা সব সময়ই দুর্বল। তাদের ফাঁকা আওয়াজে ভয় না পেয়ে সরকারের দেওয়া দায়িত্ব আপনারা পালন করুন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম জানায়, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য ১৮ লক্ষ টাকা ব্যয়ে ৩৬ জন মুক্তিযোদ্ধাকে বাড়ী তৈরি করা একটি প্রকল্প দেন সেই প্রকল্পের ফাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান তার কাছ থেকে জোর করে নিয়ে যায় এবং তার সমমনা কিছু মুক্তিযোদ্ধাদের সাথে পরামর্শ করে আমার কাছ থেকে জোর করে সহি করে নেন

চৌধুরী নিক্সন প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন এসময় প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন মিয়ার নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী প্রমুখ