রাজনীতি ২৬ অক্টোবর, ২০২০ ০৬:০৮

বাবা এমপি, রক্ষা পায়নি ছেলে...

বাবা ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের এমপি।
শশুর নোয়াখালীতে দলীয় এমপি 
শাশুড়ীও উপজেলার চেয়ারম্যান। 
তবুও রক্ষা পায়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর ইরফান সেলিম। গত রোববার নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায়়় আজ সোমবার সকালে থানায়় মামলা হয়েছে। পরে তার বাসায় অভিযান র্যাব।