নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। আজ শনিবার দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আফজাল হোসেন বলেন, 'গতকাল ৩০ অক্টোবর আমি করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। আজ ৩১ অক্টোবর শনিবার আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা নিচ্ছি। এসময় অ্যাডভোকেট আফজাল হোসেন সকলের কাছে দোয়া চেয়েছেন।'
দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন।






















