রাজনীতি ১৪ নভেম্বর, ২০২০ ১১:১২

যুবলীগের কমিটিতে ছাত্রলীগের সাবেকরা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন ছাত্রলীগের বেশ কিছু সাবেক নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র।

সূত্রে জানা গেছে, যুবলীগের এই পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতারা।যুবলীগের এই কমিটিতে মোট ১৫ জন সাবেক ছাত্রলীগ নেতা পদ পেতে পারেন।অনেক যাচাই-বাছাই করে সাবেক এই নেতাদের পদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও সূত্র জানায়।

সূত্র বলছে, ক্যাসিনো কাণ্ডসহ নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের ৭৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। যুবলীগের ইমেজ পুনরুদ্ধারের জন্য কোনো বিতর্কিত নেতাকর্মীদের এ কমিটিতে দেখা যাবে না।

সূত্রমতে, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুসহ মোট ১৫ জন ছাত্রলীগের সাবেক নেতা যুবলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছে।

উল্লেখ্য, ক্যাসিনোকাণ্ডে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সহ-সভাপতি এনামুল হক আরমান ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াসহ অনেকেই কারাগারে আছেন। এছাড়া যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ছেন আগের কমিটির ৭৩ জন নেতা। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, ৫৫ বছরের বেশি বয়সিরা যুবলীগের নেতা হতে পারবেন না। এতে আগের কমিটির অনেকে বাদ পড়ছেন। এছাড়া আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে ক্যাসিনোকাণ্ডসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদেরও কমিটিতে রাখা হয়নি।

শুদ্ধি অভিযানে সবচেয়ে বেশি আলোচনায় আসা যুবলীগের সপ্তম কংগ্রেসে গত বছরের ২৩ নভেম্বর তিন বছরের জন্য নেতৃত্বে আসেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে সামস পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন যুবলীগের ঢাকা উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।