রাজনীতি ১৯ নভেম্বর, ২০২০ ১০:৩২

‘আগামীকালের মধ্যে মহানগর দক্ষিণ আ.লীগের কমিটি ঘোষণা’

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শুক্রবারের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এই কথা জানান

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কমিটি তাদের কাছে প্রদান করেছি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিও আজ কালকের মধ্যে দিয়ে দিবো

এসময় সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল, মির্জা আজম; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ