নিজস্ব প্রতিবেদক
আলী যাকের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের মহাপুরুষ ছিলেন। তার চলে যাওয়াতে এদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
আজ শুক্রবার আলী যাকের-এর মৃত্যুতে মোমিন মেহেদী গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ কথা বলেছেন।
এসময় তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে নিবেদিত বীর পুরুষ ছিলেন সাংস্কৃতিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে। আমাদের দেশে সাংস্কৃতিক বিপ্লব বরাবরের মত তিনি নিরলস কাজের মধ্য দিয়ে করেছিলেন, তাঁর এই শূণ্যস্থান কখনোই পূর্ণ হবার নয়।
ধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ ও মহাসচিব নিপুন মিস্ত্রী এক বিবৃতিতে জানান, তার এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তিনি আজীবন সংস্কৃতির উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন।


















