রাজনীতি ১৪ ডিসেম্বর, ২০২০ ০৭:৩১

বিএনপি ভাস্কর্য ইস্যুতে মদদ দিচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

ভাস্কর্য ইস্যুতে বিএনপি মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি মন্তব্য করেন

ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার পেছন থেকে মদদ দিচ্ছে তারা তারাই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত

তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে এদের যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে, তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটন করবো

ওবায়দুল কাদের বলেন, আজ সেই দিন, ১৪ ডিসেম্বর ১৬ ডিসেম্বরের আগে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা নিশ্চিত পরাজয়ের মুখে এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ করে হত্যা করে এটা মেধা মননের ওপর আঘাত