রাজনীতি ১০ মার্চ, ২০২১ ১২:৫০

যোগ্য লোক দিয়ে কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট

অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করে যোগ্য লোক দিয়ে কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার (১০ মার্চ) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা জানেন, জনগণ যদি ভোট দিতে পারে তাহলে কোনদিনও ক্ষমতায় আসতে পারবেন না। এ নির্বাচন কমিশন আজ্ঞাবহ ক্রীতদাস থেকে খারাপ। সরকার কিছু বলতে হয় না। তারাই বলে দেয়, খুব ভালো নির্বাচন হয়েছে। আওয়ামী প্রার্থীরা জয়লাভ করেছে। এ নির্বাচন কমিশনকে অবলিম্বে পদত্যাগ করতে হবে। কে কোথায় কী বলে সেটা জানার জন্য তারা ইসরাইল থেকে যন্ত্র নিয়ে আসছে; আল জাজিরা টেলিভিশন এটা প্রচার করেছে।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে এখন সবচেয়ে কঠিন সময় পার করছে জাতি। ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। এছাড়া শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে দলের চেয়ারপাসনের উপদেষ্টা, স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন সিটি নির্বাচন করে পরাজিত দলীয় প্রার্থীরাও।