নিজস্ব প্রতিকেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের সাজ সাজ রবরব দেখে প্রশ্ন উঠছে বিএনপির সমাবেশে বাড়তি নিরাপত্তা কেন?
এ ব্যাপারে পুলিশ বলছে, অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
দেখা যায়, শনিবার (৮ অক্টোবর) দুপুর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে পুলিশ সদস্যদের তৎপরতাও দেখা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি'র সমাবেশকে কেন্দ্র করে কালশী মোড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আজকে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ১৪ প্লাটুন পুলিশ। এছাড়াও আছে জল কামান ও এপিস গাড়ি।
আমাদের কাগজ//টিএ


















