রাজনীতি ৮ অক্টোবর, ২০২২ ০৬:৫৭

নৌকা মার্কায় ভোট দিলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবেঃ এসএম কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। একটানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ছোঁয়া গ্রাম-বাংলায় পর্যন্ত লেগেছে। একমাত্র নৌকা মার্কায় ভোট দিলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।আজ দুপুরে গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচনে নৌকার পক্ষে সায়াঘাটায় পথসভায় তিনি এসব কথা বলেন। 


এর আগে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কবর জিয়ারত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। দুপুর বেলা ১২ টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে ফজলে রাব্বী মিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করা হয়।

এসময় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ আবু বক্কর সিদ্দিক, সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ফজলে রাব্বী মিয়ার ছোট ভাই অধ্যক্ষ ফরহাদ রাব্বী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুদমিলা পারভীন ছন্দা, সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সৌমেন বসু, ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য রফিকুল ইসলাম রনি, সাবেক ছাত্রনেতা শাহীন আহমেদ, ফজলু হক প্রমুখ। পরে মরহুম ফজলে রাব্বী মিয়ার পরিবারের সদস্যদের সাক্ষাত করেন নেতৃবৃন্দ। পরে গটিয়া গ্রামসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে গণসংযোগ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। 


পরে সংক্ষিপ্ত পথসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। একটানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ছোঁয়া গ্রাম-বাংলায় পর্যন্ত লেগেছে। একমাত্র নৌকা মার্কায় ভোট দিলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


তিনি বলেন, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধশালী দেশ হোক সেটা আমরা চাই। সে কারণে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত গত ১৩ বছর সরকার ব্যাপক উন্নয়ন করেছে। সে উন্নয়নের ছোঁয়া গাইবান্ধার প্রতিটি এলাকায় লেগেছে। নৌকাই এদেশের মানুষকে উন্নতি দিতে পারে, গতিশীলতা দিতে পারে।


আগামী ১২ অক্টোবর সাঘাটা-ফুলছড়িবাসীর কাছে নৌকা কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে এসএম কামাল বলেন, আসন্ন উপ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন। গাইবান্ধায় যে উন্নয়নের সূচনা শুরু হয়েছে  সে উন্নয়নের ধারা তরান্বিত করা এবং উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনকে নৌকা মার্কায় ভোট দেবেন। 


পথসভায় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার বলেন, গাইবান্ধা-৫ আসনের মানুষ বার বার নৌকায় ভোট দিয়েছেন বলেই উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়ন চলমান রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখুন।

 
এদিকে বিকালে মাহমুদ হাসান রিপনের পক্ষে গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন হাট বাজার ও গ্রামে গণসংযোগ করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।