নিজেস্ব প্রতিবেদক: রাজধানীতে ছিনতাইকারীর কবলে পরে রিপন বেপারী (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে হামলায় আহত হয়েছেন, নিয়ে গেছে তার সর্বস্ব। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তার কাছ থেকে আনুমানিক ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। আহত অবস্থায় মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।
রিপন বেপারীর ছোট ভাই নাজমুল হোসেন বেপারী জানান, তাদের বাড়ি শরীয়তপুর। বর্তমানে মিরপুর ১, দিয়াবাড়ি ঘাট এলাকায় থাকেন। মিরপুর-১ এ একটি মার্কেটে টেইলার্সের দোকানে কাজ করেন তারা আপন ৩ ভাই। গতরাতে তারা ৩ জন মার্কেট থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে দিয়াবাড়ি ঘাট মসজিদের পাশে দুই যুবক তাদের পিছু পিছু হাটছিল। তারা পেছন থেকে রিপনকে ডাক দেয়। তখন সে তাদের কাছে গেলে বাসা কই তা জানতে চায়। এরপরই সেই দুই যুবক রিপনকে চড় থাপ্পর মারতে শুরু করে।
তিনি আরও জানান, এটা দেখে অপর দুই ভাই এগিয়ে গেলে তাদেরকেও মারধর শুরু করে। বাধা দিলে তখন ওই ছিনতাইকারীরা ধারালো ছুরি বের করে রিপনের পিঠে ও মাথায় আঘাত করে তার সঙ্গে থাকা আনুমানিক ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রিপনকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতেই আবার তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সেলাই করানোর পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
আমাদের কাগজ/ ইআ