রাজনীতি ৪ নভেম্বর, ২০২২ ০৯:৫৮

বরিশাল বাস, লঞ্চ, থ্রি হুইলার চলাচল বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে বরিশালে শুরু হয়েছে বাস ও থ্রি হুইলার ধর্মঘট। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। মালিক সমিতির পক্ষ থেকে কোনোরকম ঘোষণা দেয়া না হলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীন এবং দূর পাল্লার রুটের লঞ্চ চলাচলও।

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার দাবিতে দুই দিনের ধর্মঘট ডেকেছে বরিশালের বাস মালিকদের দুটি সমিতি। অপরদিকে মহাসড়কে চলাচল করতে দেয়াসহ সাত দফা দাবিতে আজ এবং গণসমাবেশের দিন আগামীকাল শনিবার থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

বিএনপি নেতারা বলছেন, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সবধরনের গণপরিবহনের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যদিও আওয়ামী লীগ নেতারা তা স্বীকার করেননি।

আমাদের কাগজ/ইআ