নিজস্ব প্রতিবেদক: বিএনপি বাড়াবাড়ি করলে আবারও খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেবো- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রসঙ্গ টেনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কথায় আবারও স্পষ্ট হয়েছে যে আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও প্রশাসন এখন গণভবনে।
শুক্রবার (৪ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, এক সপ্তাহ আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই।'
তিনি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রীর এ বক্তব্য আবারও প্রমাণ করে যে, খালেদা জিয়া কোনো অপরাধের কারণে নয়, তার নির্দেশে তাকে কারারুদ্ধ করা হয়েছে। তার (শেখ হাসিনা) প্রতিশোধ নিতে বিচারের নামে প্রহসনের মঞ্চায়ন করে বেগম খালেদা জিয়াকে আটক করা হয়েছে।
রিজভীর দাবি, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন আইন ও বিচার ব্যবস্থা তার হাতে জিম্মি, তিনি চাইলে কাউকে কারাগারে রাখতে পারেন, চাইলে কাউকে কারাগারের বাইরে রাখতে পারেন। হীরক রানীর জমিতে যা খুশি তাই করছেন। আইন-আদালত, প্রশাসন সবকিছুই তার আদেশের গোলাম।
আমাদেরকাগজ/এইচএম


















