রাজনীতি ৪ নভেম্বর, ২০২২ ০৯:০৩

জানা গেল মহিলা আ.লীগের সম্মেলনের তারিখ

মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি এই সংগঠনের গোড়াপত্তন হয়। ৫৩ বছর পার করা সংগঠনটির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক৷ আসন্ন সম্মেলনে এই নেতৃত্বে পালাবদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাহমুদা বেগম কৃক। এরপর কেটে গেছে পাঁচ বছর। পাঁচ বছর পর আবারও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।