রাজনীতি ৪ নভেম্বর, ২০২২ ১০:১০

সমাবেশের মাঠে বিএনপির জুমার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার ( ৪ নভেম্বর) দুপুরে সমাবেশ মাঠে নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া তিন চাকার যান চলাচলও বন্ধ রয়েছে। বিকেলে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, প্রধানত বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার নেতা-কর্মীরা নিজেদের অবস্থান নিয়েছেন ফ্রন্টে।

তাদের অনেকেই জানান, সকাল থেকেই এসব জেলা থেকে আরও অনেক নেতা-কর্মী ট্রলার ও পণ্যবাহী নৌকা নিয়ে সমাবেশস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। একই সঙ্গে আজ সকালে পিরোজপুর জেলার নেতাকর্মীরা শতাধিক ট্রেলারে সমাবেশে যোগ দিতে রওনা হন।

বঙ্গবন্ধু উদ্যানে বরগুনার বিএনপি কর্মী মো. লিমন বলেন, 'আমরা বৃহস্পতিবার রাতেই এখানে এসেছি। সমাবেশের চারপাশে বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় আমি আগেই চলে আসি। রাতে এখানে থাকতে হয়েছে। আজ জুমার নামাজ পড়লাম। ভালো লাগছে এটি আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা।

ভোলার আরেক বিএনপি কর্মী আজিজুর রহমান বলেন, সরকার বাস-লাঞ্চ বন্ধ না করলে আজ মাঠে নামাজ পড়তে হতো না। আমরা স্থানীয় মসজিদে নামাজ পড়ে শনিবার অনুষ্ঠানস্থলে আসতে পারতাম।

গণসমাবেশ সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা আসতে শুরু করেন। আজও তা অব্যাহত আছে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের পরিবহন বন্ধ করে আটকে রাখা যাবে না। সমাবেশস্থলেই এত নেতা-কর্মী, তাহলে ভাবুন বরিশাল নগরীতে কত নেতা-কর্মী অবস্থান করছেন। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।’


আমাদেরকাগজ/এইচএম