রাজনীতি ৬ নভেম্বর, ২০২২ ০৮:৪১

বিএনপির নির্বাচনে না যাওয়ার বক্তব্য প্রসঙ্গে যা বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিএনপির বক্তব্য নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গাধা ঘোলা জলে পানি খায়। এমনকি ২০১৮ সালেও গাধা ঘোলা পানি খেয়েছিল।

রবিবার (৬ নভেম্বর) সচিবালয়ে আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৭ উপলক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, 'তারা আবার নির্বাচনে না যাওয়ার কথা বলছে। তবে বিএনপির অনেক নেতার কথাই জানি, জানি এবং শুনি। মির্জা ফখরুল সাহেব যাই বলুন না কেন, বিএনপি নেতারা নির্বাচনে যেতে আগ্রহী।

তিনি বলেন, '১৯৭৭ সালে জিয়াউর রহমান হাজার হাজার সেনাসদস্যকে বিনা বিচারে ফাঁসি দিয়েছিলেন। জামায়াতের সাথে অগ্নিসংযোগ ও নৈরাজ্যকারী দল বিএনপি। যারা মাঠে গিয়ে বোমা ছুড়েছে শুধু তারাই নয়, তাদের পেছনে অর্থায়ন আছে, নির্দেশ আছে। বিএনপির উসকানিদাতা ও অর্থদাতাদের বিচারের আওতায় আনতে হবে। এটাই এখন সময়ের দাবি।

 

আমাদেরকাগজ/এইচএম