নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (১১ নভেম্বর) এ সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন করেছেন অনুষ্ঠানের আয়োজকরা। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশের দুদিন আগ থেকেই সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সংবাদকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না দায়িত্বরত পুলিশ।
উদ্যানে প্রবেশের সব গেটে দায়িত্বরত আছে পুলিশের বিশেষ টিম। শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশের গেট (ভিআইপি গেট) দিয়ে প্রবেশ করছে নিরাপত্তা কর্মী ও সমাবেশ বাস্তবায়নে দায়িত্বরত টিম। যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের অনেক নেতাকর্মী এসেও প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে যাচ্ছেন। এমনকি গণমাধ্যমকর্মীরা প্রস্তুতির খবর সংগ্রহ করতে এসে অনুমতি না পেয়ে মূল ফটক থেকে ফিরে যাচ্ছেন।
এছাড়াও, উদ্যানের বিভিন্ন গেট ও ভেতরে টহল দিচ্ছেন গোয়েন্দা সংস্থা, আনসার, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। অন্যদিকে সমাবেশের মূল মাঠে চলছে অনুষ্ঠানের রিহার্সেল। কী কী পারফরম্যান্স করা হবে, কী কী মঞ্চস্থ করা হবে সেসব বিষয়ে চলছে প্রস্তুতি।
আমাদের কাগজ/ ইআ






















