আমাদের কাগজ ডেস্কঃ কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সমাবেশস্থলে যাওয়ার পর কোনো এক সময় তার ব্যাগ থেকে ফোনটি চুরি হয়ে যায়। তবে, মোবাইল ছাড়া তার ব্যাগ থেকে আর কিছু খোয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু জানান, ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।
এদিকে আজ ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ।গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যে থেকেই চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে কাঙ্ক্ষিত নগরীতে প্রবেশ শুরু করেছেন।
এ ছাড়া রাত ১১টা পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে টাউন হল মাঠে প্রবেশ করতে দেখা যায়। শনিবার ভোরের আলো ফোটার আগেই মিছিল নিয়ে কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশে আসছেন।
মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার (২৬ নভেম্বর) সকালেই দেখা গেছে নতুন করে কোনো মিছিল টাউন হলে প্রবেশ করতে পারছে না। উপস্থিত নেতাকর্মীরা যার যার অবস্থানে থেকেই স্লোগান দিচ্ছেন। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা।
গণসমাবেশ উপলক্ষে টাউন হল এলাকায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে সয়লাব হয়ে গেছে। যে যার মতো ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন। দোকানপাট, ভবন ব্যানারে ছেয়ে গেছে।
বেলা ২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসবেন।
আমাদের কাগজ/এম টি