রাজনীতি ১৩ ডিসেম্বর, ২০২২ ১০:০৬

একই দিনে আ.লীগ-বিএনপির সমাবেশ, রাজধানীবাসীর ভোগান্তির আশঙ্কা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ একদিকে মহাসচিবের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি সমাবেশ, অন্যদিকে শেরে বাংলা নগরের বাণিজ্য মেলার পুরনো মাঠে সমাবেশ করবে আওয়ামী লীগ। রাজধানীতে একই দিনে দুইটি সমাবেশ দেখবেন রাজধানীবাসী। আজ(১৩ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ। তবে দুই পক্ষের এই সমাবেশ নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। 

একটু পরক করলে দেখা যাবে, একই সাথে দুই রাজনৈতিক দলের সমাবেশ কর্মসূচির কারণে ভোগান্তির শিকার হতে পারে সাধারণ মানুষ, অন্তত অতীত নজির তাই বলে। এসময় আর কিছু না হলেও তীব্র যানজট সৃষ্টি হতে পারে বলে অতীত অভিজ্ঞতা থেকে জানা যায়।

এদিকে বিএনপির ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ। বিএনপির সদস্যরা পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ সচিবালয় গেজেট প্রকাশ করল। 

প্রসঙ্গত, গত শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত গণসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করেছে বিএনপি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে। 

এর কয়েক ঘণ্টা আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। সেই গ্রেপ্তারের প্রতিবাদেই মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের এই সমাবেশের আগে বিক্ষোভ মিছিলও করবে দলটি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে বিক্ষোভ করার পর দলের কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ করা হবে।

বিএনপির সংশোধিত এই কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগও সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয়। আওয়ামী লীগের সমাবেশটি হবে শেরেবাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মেলার পুরনো মাঠে। বিকাল ৩ টার দিকে শুরু হতে যাওয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে শান্তি সমাবেশ। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই সমাবেশ হবে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

শেরেবাংলা নগরের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। 


আমাদের কাগজ/এম টি