রাজনীতি ২২ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৯

আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে শেষবারের মতো শুরু হয়েছে দলের কার্যনির্বাহী পরিষদের বৈঠক।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর গণভবনে বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে আসন্ন জাতীয় সম্মেলনের প্রস্তুতির অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। শেখ হাসিনা দলের সভানেত্রী হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে কিছু বলা যাচ্ছে না। যদিও অনেকে বলছেন, সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আমাদেরকাগজ/এইচএম