সভাপতি পদে বিকল্প নেই, সাধারণ সম্পাদকে কাদেরই এগিয়ে
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচন নিয়েও আসতে পারে দিকনির্দেশনা।
ইতি মধ্যেই শুরু হয়েছে উপমহাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দলটির জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে হাজারো নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। এখনও দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে প্রবেশ করছেন। অন্যদিকে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা দলের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদককে হবেন তা নিয়ে নানা আলোচনা করছেন।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির সভাপতি শেখ হাসিনাই হচ্ছেন— এটা নিশ্চিত। তবে সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে নানা আলোচনা থাকলেও নেতাকর্মীরা বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেই এ পদে এগিয়ে রাখছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় সম্মেলনে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়।
তারা জানান, আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প দেখছেন না। শেখ হাসিনাকেই তারা আগামীতে সভাপতি হিসেবে চান। শেখ হাসিনার নেতৃত্বে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা।
তারা আরও বলছেন, বর্তমানে আওয়ামী লীগ ও দেশ পরিচালনা করার যোগ্য একমাত্র ব্যক্তি শেখ হাসিনা। তার বিকল্প শুধু আওয়ামী লীগে কেন, দেশ পরিচালনার ক্ষেত্রেও নেই।
তথ্য অনুযায়ী, এদিকে দলের নতুন সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম মুখে শোনা যাচ্ছে। তবে নেতাকর্মীরা মনে করছেন, এবারের সম্মেলনে নতুন কোনো চমক আসবে না। শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরই দলটির সাধারণ সম্পাদক হবেন।
উল্লেখ্য, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমাদের কাগজ/এম টি