রাজনীতি ২৭ ডিসেম্বর, ২০২২ ১১:০২

বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি রমনা বিভাগের (নিউমার্কেট জোনের) সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কলাবাগান থানার একটি মামলায় বিএনপির এ নেতা ওয়ারেন্টভুক্ত আসামি। আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি কার্যালয় নেওয়া হয়। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান‌ বলেন, তিনি পরোয়ানাভুক্ত আসামি। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন রবিউল আলম। তাকে ২০২১ সালের নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের কাগজ/এম টি