রাজনীতি ১৪ জানুয়ারি, ২০২৩ ১০:২৬

আজ যৌথসভা ডেকেছে বিএনপি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথসভা ডেকেছে বিএনপি।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন। উল্লেখ্য, মুখোমুখি আ.লীগ-বিএনপি,ছাড়তে নারাজ দু'দলই। 

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। নির্দলীয় সরকারের দাবি আদায়ে সরকার পতনে আন্দোলন করছে দলটি। আর এই সরকারের অধীনেই নির্বাচন আয়োজনে অনঢ় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিদ্যমান এই রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ-সমঝোতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা।  


আমাদের কাগজ/ এম টি