রাজনীতি ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:১৯

রাতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার রাত ১০টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

বিএনপির এক সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকা অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার নিয়মিত চেকআপও করা হয়নি। সবমিলিয়ে নিজের শারীরিক চেকআপ করাতে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরেই বুকে হালকা ব্যাথা অনুভ করছি। তাছাড়া আমরা স্ত্রী বেশ অসুস্থ্য কয়েকদিন। দুইজনের চিকিৎসার জন্যই যাওয়া। সপ্তাহ খানেক থাকার ইচ্ছা আছে সিঙ্গাপুরে।

আমাদেরকাগজ/এইচএম