আমাদের কাগজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকায় আজ পৃথক পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি একই সময়ে এই কর্মসূচি শুরু করবে।
এদিন উত্তরায় জসিম উদ্দিন রোড মোড় থেকে রাজলক্ষী আমির কমপ্লেক্স হয়ে- রবীন্দ্র সরণি-কাবাব ফ্যাক্টরি মোড়- গাউসুল আযম এভিনিউ - শাহ মকদুম এভিনিউ-ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার-মাসকাট প্লাজা হয়ে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচি।
যাতে নেতৃত্বে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দক্ষিণের পদযাত্রায় অংশ নেবেন বিএনপি নেতা মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, রফিকুল আলম মজনু। অন্যদিকে উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে শুরু হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা। শেষ হবে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে।
এছাড়া শনিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে পদযাত্রা করবে বিএনপি।
আমাদের কাগজ/এমটি