নিজস্ব প্রতিবেদক: নির্বাচন সংবিধান অনুসারেই হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল ইস্যু। সংবিধান পরিবর্তন করে এ সরকার আনা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংবিধান অনুসারেই হবে। সংবিধানের মধ্য থেকে অন্য পথ থাকলে তা বিএনপি খুঁজে বের করুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই।
এ সময় আন্দোলনের নামে বিএনপি আগুন সন্ত্রাস বা আক্রমণ করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগ জনস্বার্থে পাহারায় আছে, থাকবে। যে হাত আগুন দিতে আসবে, সেই হাত ভেঙে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা দিয়েছে বলে বিএনপি যে দাবি করে সেটি অযৌক্তিক, বানোয়াট ও মিথ্যা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে।
আমাদেরকাগজ/এইচএম