রাজনীতি ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:১২

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু কমিশন গঠন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করাসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জাদুঘরের সামনে একটি সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা নির্বাচনী ইশতেহারে দেয়া সাত দফা দাবি বাস্তবায়ন না করায় দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেন। আগামী জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে জুলায়ের মধ্যভাগ থেকে দেশব্যাপী আমরণ অনশনের ঘোষণা দেন তারা।

আমাদেরকাগজ/এইচএম